জুমবাংলা ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জর্জিয়ায় প্রয়োজনীয় সংখ্যক দলীয় প্রতিনিধির সমর্থন পাওয়ার পর বাইডেনই যে আগামী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হবেন, তা ঠিক হয়ে গেছে। বাইডেনের প্রার্থী হওয়ার জন্য দরকার ছিল এক হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন। তিনি তার বেশি পেয়েছেন।
বাইডেন যে ডেমোক্র্যাট প্রার্থী তার আনুষ্ঠানিক ঘোষণা হবে আগামী অগাস্টে। অন্যদিকে ট্রাম্প জর্জিয়া, মিসিসিপি ও ওয়াশিংটন স্টেট প্রাইমারি জিতেছেন।ট্রাম্পের দরকার ছিল এক হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন। তিনিও তা পার করে গেছেন।
৭০ বছর পর যুক্তরাষ্ট্রের আবার দুই দলের একই প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।