জুমবাংলা ডেস্ক : জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখায় নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর উত্তরে আহ্বায়ক করা হয়েছে শরীফ উদ্দিন জুয়েলকে ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। আর দক্ষিণে আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বুধবার যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন যুবদল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছেন।
কমিটির অন্যরা হলেন- ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু। আর ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক এম এ গাফফার, ইকবাল হোসেন, মুকিত হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।