জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে শুখন মিয়া (৪৫) নামে এক যুবককে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে রুহুল আমিন শাকিল নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। রোববার পৌরসভার বোয়ালিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শুখন মিয়া যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলসহ ৪ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত রুহুল আমিন শাকিল উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।
জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে যুবলীগ নেতা রুহুল আমিন শাকিল দলবল নিয়ে রোববার সকালে শুখন মিয়ার ঘরে প্রবেশ করে ভাঙচুর শেষে মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে শুখন মিয়াকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।