যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করেছে। রোববার (২৫ জানুয়ারি) ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রেক্ষিতে দেশটির কাছে এই রণতরিটি মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র আরও এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান জর্ডান, এবং বি-৫২ বোমারু বিমান কাতারে স্থাপন করেছে। এছাড়া একাধিক গাইডেড-মিসাইল ধ্বংসকারী জাহাজও মধ্যপ্রাচ্যে রওনা দিয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, এ ধরনের মোতায়েন মূলত রক্ষণাত্মক শক্তি বৃদ্ধি ও নিরাপত্তা সুরক্ষার অংশ। প্রতিবেদন অনুযায়ী, থাড এয়ার ডিফেন্স ব্যাটারি শিগ্গিরই মোতায়েন করা হতে পারে।
ইসরায়েলের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। স্ট্রাইক গ্রুপটি ১৯ জানুয়ারি স্ট্রেইট অব মালাক্কা অতিক্রম করে বে অব বেঙ্গল-এ প্রবেশ করেছে এবং পরে ট্রান্সপন্ডার বন্ধ করে অন্ধকার মোডে চলতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করলে দেশটির দিকে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি বলেছেন, “আমরা অনেক জাহাজ পাঠাচ্ছি, পরিস্থিতি খারাপ হলে ব্যবহার করতে পারি।”
ইরানের ভেতরে রাজনৈতিক অস্থিরতাও রয়েছে। মুদ্রার অবমূল্যায়ন ও সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩ হাজার বিক্ষোভকারী নিহত এবং অন্তত ১৫ হাজার আহত হয়েছে। প্রথমে দাঙ্গাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা আসে, তবে ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরান প্রায় ৮৪০ জনের মৃত্যুদণ্ড বাতিল করেছে।
সূত্র: মিডল ইস্ট আই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


