ভারতীয় রুপির মান গতকাল শুক্রবার ইতিহাসের সর্বনিম্নে নেমে গেছে। প্রথমবারের মতো ডলারপ্রতি ৮৮ রুপির গণ্ডি পার করে মুদ্রাটি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের দফায় দফায় শুল্ক আরোপের কারণে ভারতের রপ্তানি, অর্থনৈতিক প্রবাহ ও প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ওয়াশিংটন চলতি সপ্তাহে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
ফলে মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে। গতকাল দিনশেষে রুপি দাঁড়ায় প্রতি ডলারে ৮৮.১৯৫০-এ, যা এক দিনে ০.৬৫ শতাংশ পতন। এটি প্রায় তিন মাসের মধ্যে সবচেয়ে বড় এক দিনের পতন। সেশনের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছিল ৮৮.৩০৭৫-এ।
এতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) বাজারে হস্তক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। আগস্ট মাসে রুপি মোট ০.৬৮ শতাংশ দরপতন করেছে, যার বেশির ভাগই শুক্রবারের পতন থেকে এসেছে। এ নিয়ে টানা চার মাস লোকসানের মুখে পড়ল ভারতীয় মুদ্রা।
ভারতীয় এএনজেড ব্যাংকের বৈদেশিক মুদ্রাবিষয়ক বিশ্লেষক ধীরজ নিম বলেন, ‘যুক্তরাষ্ট্রের শুল্ক ভারতের অর্থপ্রবাহকে দুর্বল রাখবে, বাণিজ্য ঘাটতি বাড়াবে এবং অর্থ প্রদানের ভারসাম্যে চাপ দীর্ঘায়িত করবে।
আমার দৃষ্টিভঙ্গি রুপির প্রতি এখনো নেতিবাচক। ডলারপ্রতি রুপির দর আরো বাড়বে, যদিও সামগ্রিকভাবে ডলার দুর্বল।’ সূত্র : রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।