জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “জুলাই আন্দোলনের সময় আমার মা-বোনেরা আমাদের পানি দিয়ে সাহায্য করেছিল, এবার তারা ভোট চুরি রোধ করবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির চেষ্টা চলছে, তাই ভোটারদের সতর্ক থাকা প্রয়োজন। তিনি বলেন, “ফজরের নামাজের পর ভোটকেন্দ্রে গিয়ে পাহারা দিন। যারা ভোট চুরির চেষ্টা করবেন, তাদেরও শেষ হবে।”
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে। ‘হ্যাঁ’ ভোটের শর্তে কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই। ভোটাররা দুইটি ভোট দেবেন—একটি শাপলাকলি ও একটি ‘হ্যাঁ’ ভোট।
এ সময় কুমিল্লা জেলা জামায়াত ও খেলাফত মজলিসের বিভিন্ন নেতা, দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


