জুমবাংলা ডেস্ক : ন্যায় বিচার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। রোববার রাতে তাঁর বরিশাল সফর উপলক্ষ্যে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় জামায়াত আমীর বলেন, ‘ন্যায় বিচার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারের দরজা খুলেছে বাকিটা লড়াই করে আনব। কোনো দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। নতুন বাংলাদেশে দুর্নীতি দখলদার চাঁদাবাজ থাকবে না, অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে না। এমন বাংলাদেশ গড়তে চাই। আস্থা বিশ্বাস ও ভালোবাসার দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকব।’
শেখ হাসিনার সরকারের আমলে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ আগস্ট থেকে শুরু করে, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে। বহু মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল শুধুমাত্র সত্যের পক্ষে থাকার জন্য। প্রবীণ ও বিজ্ঞ আলেমদেরও তারা জেলে দিতে দ্বিধা বোধ করেনি। তাদের পায়েও ডান্ডা বেডি পরিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে তারা তিলে তিলে খুন করেছে। আমাদের সিপাহি সালার বহু নেতাকে তিলে তিলে খুন করা হয়েছে।’
২৪ এর গণঅভূণ্থানে সকল শহীদ পরিবারের কাছে তারা ঋণী। জামায়াত এ সকল পরিবারের পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি।
জামায়াত আমীর আরও বলেন, ‘আওয়ামী লীগ চেয়েছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এমন একটা ভাব তারা দেশের মালিক আর আমরা সবাই ভারাটে। কিন্তু আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো গুম, খুন, ছিনতাই হবে না। সবাই সম্মানের সাথে নিজ মর্যাদা নিয়ে চলবে। আমরা এমন যুব সমাজ চাই যেখানে মাদকের ছোঁয়া থাকবে না।’
আয়োজিত পথ সভায়, মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন সগ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।