আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন রমজান মাস উপলক্ষে মুসলিম ক্রেতাদের জন্য পবিত্র কাবার আদলে স্বর্ণের বার বাজারে এনেছে ব্রিটেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল মিন্ট’। খবর- আরব নিউজ।
এমা নোবলের নকশা করা ২০ গ্রাম ওজনের এক একটি বারের দাম এক হাজার ১৫৬ পাউন্ড বা এক হাজার ৩৯৩ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় ১৪ লাখ টাকার বেশি। তবে চাহিদার ওপর দাম ওঠানামা করবে।
আরব নিউজকে দ্য রয়্যাল মিন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সঙ্গে পরামর্শ করে স্বর্ণের বারটি বাজারে আনা হয়েছে।
স্বর্ণের বারটি বাজারে ছাড়া উপলক্ষে লন্ডন ম্যানচেস্টার ও গ্লাসগো শহরে তিনটি আয়োজন করা হয়। সেখান থেকে প্রাপ্ত অর্থ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প কবলিতদের সহায়তায় দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।