স্পোর্টস ডেস্ক: আগের দিন শক্তিশালী ইরাককে উড়িয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির জমজমাট ফাইনালে কেনিয়াকে উড়িয়ে দিয়ে শিরোপা নিজেদের কাছেই রাখলো তুহিন তরফদাররা।
বিকাল ৫টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই দল। ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনালে ৩৪ ও ৩১ পয়েন্টে হারায় বাংলাদেশ। বাংলাদেশ প্রথমার্ধে ১৭-১৪ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ।
এর আগে ২০২১ সালে প্রতিযোগিতার প্রথম আসরে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের পর ৪০-৩৮ পয়েন্টে জিতে ‘এ’ গ্রুপের সেরা হয় দল।
এবার ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জিতেছিল ৫৬-২১ পয়েন্টে।
ইতিহাস গড়ার দিনে লুঙ্গি পরে লুঙ্গির প্রতি অন্য রকম ‘ভালোবাসা’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।