আন্তর্জাতিক ডেস্ক : আরবি নতুন বছর ১৪৪৬ হিজরি সনের প্রথমদিনে পরিবর্তন করা হয়েছে পবিত্র কাবা শরীফের গিলাফ। কিং আব্দুলআজিজ কমপ্লেক্স ফর কিসওয়ার ১৫৯ জনের একটি দল কালো রঙের নতুন গিলাফটি তৈরি করেন।
কাবাভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন আজ রবিবার (৭ জুলাই) এই মহাযজ্ঞের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, কীভাবে কতটা পেশাদারিত্ব বজায় রেখে কাবার পুরাতন গিলাফটি সরিয়ে নতুন গিলাফটি স্থাপন করছেন তারা।
এই কাজে ২০০ জনেরও বেশি অভিজ্ঞ মানুষ অংশ নেন। তারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুরো কাজটি সম্পন্ন করেন।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, নতুন গিলাফটিতে ব্যবহার করা হয়েছে ১২০ কেজি সোনা, ১০০ কেজি রুপা এবং ১ হাজার কেজি সিল্ক।
গিলাফের একটি অংশের ওজন ১ হাজার ৩৫০ গ্রাম। আর এগুলোর উচ্চতা ১৪ মিটার লম্বা। গিলাফটির মোট চারটি অংশ রয়েছে। এছাড়া কাবার দরজার জন্য আলাদা একটি পর্দা তৈরি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।