বিনোদন ডেস্ক : কলকাতার সঙ্গে নাড়ীর টান থাকলেও টলিউডে সিনেমা করা হয়নি বলিউড তারকা কাজলের। বিভিন্ন সময়ে সিনেমার প্রচার কিংবা অতিথি হয়ে এসেছেন কিন্তু এবার আসছেন লম্বা সফরে।
বাঙালি হলেও এখনও পর্যন্ত কলকাতার পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি। তবে বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল কাজলকে। এবার শোনা যাচ্ছে, ছবির নাম হতে চলেছে ‘মা’। ছবিটি প্রযোজনা করবেন স্বামী অজয় দেবগন।
জানুয়ারির শেষের দিকে কলকাতায় আসবেন অভিনেত্রী। যদিও তার আগে নভেম্বরে রেকি করতে আসবে অভিনেত্রীর টিম। অজয় দেবগনের প্রযোজনায় ‘ময়দান’ ছবির শুটিং হয়েছে কলকাতায়। কলকাতার বেশ কিছু কলাকুশলী কাজ করেছিলেন এই ছবিতে। শুটিং গত বছর শেষ হলেও ছবি মুক্তির দিন এখনও অজানা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।