স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রিকার্ডো কাকার চাচাতো ভাই হিগোর লেইতে খেলবেন বাংলাদেশের ক্লাবে। বিপিএল ফুটবলের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিতে চলেছেন হিগোর লেইতে।
জানা গেছে, ইতোমধ্যে শেখ জামালের সঙ্গে প্রাথমিক চুক্তি শেষ করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার। বাংলাদেশে এসে ১ বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তি করবেন তিনি। কাকার মতোই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলেন হিগোর লেইতে। ২০১২ সালে ফ্লুমিনেন্সের জার্সিতে জিতেছেন ব্রাজিলের লিগ সিরি আ’র শিরোপা।
হিগোর লেইতে ফ্লুমিনেন্সে খেলার সময়ে সতীর্থ হিসেবে পেয়েছিলেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহোকে। এ ছাড়াও ফ্যাবিনিয়ো, ডেকোদের সঙ্গেও লেইতে খেলেছেন।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবে আসার বিষয়ে হিগোর লেইতে বলেছেন, ‘আমি সবসময় নতুন চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করি। এর আগেও আমি ব্রাজিলের বাইরে খেলেছি। এবার বাংলাদেশের ক্লাবে খেলতে চাই। তবে সেখানে আমি নতুন না, আরও কয়েকজন ব্রাজিলিয়ান খেলছেন। তারা ভালো করছেন।’
হিগোর লেইতে আরও বলেন, ‘আমি শেখ জামালে যেতে চাই তাদের শিরোপা জেতানোর জন্য। এটিকে আমি নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। দলটি এর আগেও চ্যাম্পিয়ন হয়েছে। এবার আমি সেই শিরোপা ফিরিয়ে আনতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।