স্বজন চেনা বড় কঠিন।
স্বজন ভেবে যখন পরার্থ হই
তখনই স্বার্থের টানে স্বজন আর সুজন থাকে না।
তবুও তাকে কুজন ভাবতে বড় কষ্ট হয়।
আমি বৈরাগী একজন
আমার বাবরি চুল নেই
মুখ ঢাকা গোঁফ নেই
হলদেটে গোঁফের ফাঁকে লালচে হাসিও নেই।
এক কল্কিতে আগুন ধরিয়ে টানের কত
ভাগাভাগি ছিল, লিকারের টক্সিনে নেশার চুমুক
একসাথে কতদিন কতবার গোনা নেই।
কিন্তু কে জানতো, একটা মিথ্যুক দুর্বৃত্ত এসে
শিবের মাথায় জল ঢেলে চলে গেছে।

ঠকলেতো একা ঠকে
যে ঠকায় সে নিজেও ঠকে অন্যকেও ঠকায়।
আজ বুঝতে পারলাম।
রাক্ষসের গল্পের কোক্ষসটা ওঁৎ পেতে থাকে।
সুযোগ পেলেই সে সম্মোহনী শক্তিতে রাজপুত্রকে
নেংটো করে ছাড়ে।
কেউ বুঝতে পারে না যে ” তার ইয়ে মারা সারা”।
মন কৃষি কাজ জানে না তবুও সে কৃষিবিদ হয়ে ওঠে দম্ভভরে।
ভালোবাসার ভিটেয় খর লাঙলের চাষের ফলা চালায়, আবাদ করে সন্দেহের বীজ।
যেখান থেকে জন্ম নিলো বিষবৃক্ষ।
কোন এক সালতানাতের ধ্বংস যজ্ঞে ভেঙে যায়
“সুলতানার স্বপ্ন”!
বযসের একটা সীমানা ছাড়ায়ে সবাই বুঝে।
ইসলামিয়ার নীল আসমানে আজ মেঘের আনাগোনা, সপ্তর্ষিমণ্ডলের ক্ষীণ আলো হারিয়ে গেছে কাল পুরুষের যন্ত্র যাতনায়।
ওদিকে পঞ্চপাণ্ডবদের ধ্রুপদীর বস্ত্রহরণ
অট্টহাসিতে গগন বিদীর্ণ করে দুঃশাসন।
আমি দেখি শুধু চেয়ে চেয়ে দেখি বেলা অবেলার
এই কালবেলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



