কালিগঙ্গায় বড়শিতে ধরা পড়ল ৯ কেজির বাঘাইড়

৯ কেজির বাঘাইড়

জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালিগঙ্গা নদীতে বড়শিতে ধরা পড়ল ৯ কেজি ওজনের বাঘাইড় মাছ।

৯ কেজির বাঘাইড়

বুধবার সকালে উপজেলার বুইচাকাঠী গ্রামের গোড়াখাল জামে মসজিদের ঘাটে কালিগঙ্গা নদীতে বড়শি দিয়ে মাছটি ধরেন স্থানীয় বাপ্পি মোল্লা।

তিনি জানান, সকালে মাছ ধরার সময় বাঘাইড়টি বড়শিতে আটকা পড়ে। দেখে প্রথমে আমার ভয় লেগেছিল। কারণ এর আগে এ ধরণের বড় মাছ বড়শিতে ধরা পরেনি। মাছটির ওজন ৮ কেজি ৭ শত গ্রাম। পরে স্থানীয় কয়েক জন মিলে মাছটিকে ৫ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যায়।

অতিষ্ঠ আলিয়া, বলিউডে হইচই পড়ে গিয়েছে