বিনোদন ডেস্ক : চলতি বছরের জুলাইয়ে আগাম খবর দিয়ে রেখেছিলেন। এবার নবরাত্রির আবহে হাসপাতাল থেকেই সুখবর দিলেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন। রানাউত পরিবারে এখন খুশির হাওয়া বইছে।
এদিকে খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরীরা।
বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ, সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, কঙ্গনা রানাউত আদ্যোপান্ত পারিবারিক মানুষ। মুম্বাই ছেড়ে বেশিরভাগ সময়েই হিমাচলে নিজের মা-বাবা, ভাইদের সঙ্গে সময় কাটান তিনি। এবার সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে মন ভালো করা খবর ভাগ করে নিলেন তিনি। কঙ্গনার পরিবারে খুদে সদস্যের আগমন হয়েছে। তাই তার খুশির বাঁধ ভেঙেছে।
গতকাল শুক্রবার কঙ্গনা রানাউত পিসি হয়েছেন। তার ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়ে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই পিসি কঙ্গনা আদরে ভরালেন। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে ঠাকুমার কোলেও দেখা গেল ‘বেবি রানাউত’কে।
২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বিয়ে হয় রিতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে হয় রিতুর ‘গোদভরাই’ অর্থাৎ সাধভক্ষণ অনুষ্ঠান। সেখান থেকেই শাড়ি-গয়নায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।