বিনোদন ডেস্ক : কার ভাগ্য কীভাবে খুলে যায় তা বলা মুশকিল। যেমন, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। যিনি এখন নিজগুণে বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’র তকমা পেয়েছেন। নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন। কিন্তু তার বলিউড যাত্রাটা মোটেও সহজ ছিল না।
অনেকটা ভাগ্যের বসে পেয়ে যান সিনেমায় কাজের সুযোগ। দুই বাঙালির সৌজন্যে তার বলিউডে পথ চলা শুরু হয়েছিল। একজন পরিচালক অনুরাগ বসু, অন্যজন কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক।
কঙ্গনার আগে ‘গ্যাংস্টার’ ছবির জন্য কোয়েলকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন অনুরাগ। তবে অভিনেত্রী তা ফিরিয়ে দেন। কারণ ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি ছিল তার।
এতেই ভাগ্য খুলে যায় কঙ্গনার। নায়িকা হিসেবে তিনি নির্বাচিত হন। ২০০৬ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’। ইমরান হাসমি ও শাইনি আহুজার পাশাপাশি সিমরন হিসেবে অভিনয় করেন কঙ্গনা।
দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। সে বছর ফিল্ম ফেয়ারের অনুষ্ঠানে সেরা নবাগতা অভিনেত্রীর অ্যাওয়ার্ডও পেয়েছিলেন কঙ্গনা।
তাতেই বলিউডে তার সাফল্যের যাত্রা শুরু হয়। মুক্তির পর সিনেমাটি দেখেছিলেন কোয়েল। পরে মজার ছলে নির্মাতাকে বলেছিলেন, তিনি প্রস্তাব না ফেরালে বলিউড একজন দারুণ অভিনেত্রীকে হারাতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।