বিনোদন ডেস্ক : নব্বই দশকের সাড়া জাগানো আইরিশ পপ তারকা সিনিয়াড ও’কনর। বুধবার (২৬ জুলাই) রাতে ৫৬ বছর বয়সে মারা গেছেন ‘নাথিং কম্পেয়ারস টু ইউ’খ্যাত এই সংগীতশিল্পী।
১৯৬৬ সালের ৮ ডিসেম্বর আয়ারল্যান্ডের ডুবলিনে জন্মগ্রহণ করেন সিনিয়াড। জন্মের পর তার বাবা-মা নাম রাখেন সিনিয়াড মেরি বার্নাডেট ও’কনর। কিন্তু ২০১৭ সালে আইনিভাবে নাম বদলে রাখেন ম্যাগডা ডেভিট।
একই বছরের ১২ সেপ্টেম্বর নাম পরিবর্তন করে ফেসবুক পোস্টে তিনি লিখেন— ‘সিনিয়াড মারা গেছে এবং একজন সুখী নারীর জন্ম হয়েছে। আমি পিতৃতান্ত্রিক দাস নাম থেকে মুক্ত। পিতামাতার অভিশাপ থেকে মুক্ত।’
নাম পরিবর্তন করার কারণে দারুণভাবে কটাক্ষের শিকার হয়েছিলেন সিনিয়াড। তাকে আক্রমণ করে অনেকে মন্তব্য করেছিলেন। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে এ পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘কেউ আমাকে ‘ম্যাগডা’ বলে ডাকলে সাড়া দেব। ‘সিনিয়াড’ বলে ডাকলে তাতে কান দেব না।’’
২০১৮ সালের ২৩ অক্টোবর এক টুইটে ঘোষণা করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। সেই সঙ্গে বদলে ফেলেছেন তার দ্বিতীয় নামের প্রথম অংশ। মুসলিম হওয়ার পর ‘ম্যাগডা ডেভিট’ থেকে হয়ে যান ‘শুহাদা ডেভিট’।
ইসলাম ধর্ম গ্রহণের কারণ ব্যাখ্যা করে এ টুইটে সিনিয়াড বলেছিলেন, ‘বুদ্ধিমান সব ধর্মতাত্ত্বিকের জার্নির স্বাভাবিক সমাপ্তি। সমস্ত ধর্মগ্রন্থ অধ্যয়নের পর তাকে ইসলামের দিকে নিয়ে যায়; যা অন্য সব ধর্মগ্রন্থকে অপ্রয়োজনীয় করে তোলে।’
সিনিয়াড এ-ও বলেছিলেন, ‘একজন মুসলিম হতে পেরে আমি গর্বিত। আমাকে সাহায্য করার জন্য মুসলমানদের ধন্যবাদ জানাচ্ছি।’ শেখ ড. উমর আল-কাদরী নামে একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেছিলেন। ওই ভিডিওতে দেখা যায়, গায়িকা সিনিয়াড ও’কনর ইসলাম ধর্ম গ্রহণের জন্য কালেমা পাঠ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।