বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জাপানের বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি নতুন নিনজা মোটরসাইকেল আনল। মডেল নিনজা জেডএক্স-৪আর। এই বাইকটি ভারতে এক্স শোরুম মূল্য ৮ লাখ ৪৯ হাজার রুপি।
এই স্পোর্টস বাইকটি সিবিইউ মাধ্যমে ভারতে বিক্রি করা হবে। এই বাইকটি শুধুমাত্র একটি ট্রিমে পাওয়া যাচ্ছে।
কাওয়াসাকি নিনজার নতুন বাইকে আছে ৩৯৯ সিসির লিকুইড-কুলড ইন-লাইন ফোর ইঞ্জিনে চলবে। এতে সর্বোচ্চ পাওয়ার আউটপুট ৭৯ বিএইচপি। টর্ক পাওয়া যাবে ৩৯ নিউটন মিটার। এই ইঞ্জিনটি একটি ৬ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।
নিনজা জেডএক্স-৪আর মডেলটি একটি ট্রেলিস ফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যার ডিজাইন কাওয়াসাকির ওয়ার্ল্ড সুপারবাইক নিনজা জেডএক্স-১০আরআর রেসার এবং নিনজা জেডএক্স-১০আর এবং নিনজা জেডএক্স-৬আর মডেল থেকে অনুপ্রাণিত।
এই বাইকটি রিভার্স-ডাউন ফ্রন্ট ফর্ক এবং পিছনের মনোশক সাসপেনশন দিয়ে সাজানো। ব্রেকিং ডিউটির জন্য নতুন নিনজায় দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এতে আরও রয়েছে টুইন ২৯০ মিলিমিটারের ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং পেছনে একটি একক ২২০ মিলিমিটারের ডিস্ক ব্রেক। এটি ১৭ ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে সজ্জিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।