স্পোর্টস ডেস্ক : রবিবার (৫ মে) আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। তবে সেই ম্যাচে খেলেননি একাদশের অটো চয়েজ মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের আগে সবাইকে সুযোগ দিয়ে দেখে নেয়ার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রস্তুতি ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক মাশরাফিও। দলের সাথে পরবর্তীতে যুক্ত হওয়া তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা ছিলেন একাদশে। তাদের সাথে পেস আক্রমণের দলের নিয়মিত মুখ রুবেল হোসেন। সোমবার (৬ মে) ডাবলিনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক কথা বলেছেন এসব নিয়ে।
এভাবে একাদশ সাজানোর কারণ ব্যাখ্যায় মাশরাফি বলেন, ‘অতিরিক্ত যারা এসেছে তাদের খেলানোর জন্যই কাল একাদশ এভাবে সাজানো হয়েছে। রুবেল গত ২ বছর ভালো করেছে। সম্প্রতি ইনজুরি থেকে উঠে এসেছে। অবশ্যই একটু সময় লাগবে (ছন্দে ফিরতে)। ও প্র্যাকটিস ম্যাচ খেলায় খুব ভালো হয়েছে। সামনে বিশ্বকাপ, এই সিরিজে রুবেল যেন যথেষ্ট ম্যাচ খেলে প্রস্তুত হয় সেই চেষ্টা করব।’
বড় ম্যাচের মুস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না টিম ম্যানেজমেন্ট। সেটাই এই বাঁহাতি পেসারের প্রস্তুতি ম্যাচ না খেলার কারণ বলে জানিয়েছেন টাইগার কাপ্তান, ‘মুস্তাফিজ অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ বোলার। আমাদের পেস বোলার অনেকেরই ছোটখাটো চোট আছে। সামনে বিশ্বকাপ, এটা মাথায় রাখতে হচ্ছে। এখানকার পাঁচটা (ফাইনালে উঠলে মোট ম্যাচ সংখ্যা পাঁচটি) ম্যাচও গুরুত্বপূর্ণ। চাই না বড় কোনো সমস্যা হোক।’
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা ১৯। সবার প্রতি সম্মান রেখেই অধিনায়ক জানিয়েছেন যোগ্যদেরকেই নিয়ে আসা হয়েছে। ম্যাচ জয়ের দিকেই বেশি গুরুত্ব দেয়া মাশরাফি আস্থা রেখেছেন দলের সবার ওপরেই।
মাশরাফির মতে সেরা একাদশে সুযোগ পাওয়া সবাই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে দলের জয়ে অবদান রাখবেন, ‘মূল গুরুত্ব ম্যাচ জেতা নিয়ে। যতজন এসেছে সবাই যোগ্য বলেই এসেছে। যাকেই সুযোগ দেওয়া হোক সেরা খেলাটাই খেলবে এবং ম্যাচ জিতব এই আশাই করব। যে ১৫ জনকে বিশ্বকাপের জন্য বাছাই করা হয়েছে তারা সামর্থ্য রাখে কি না বা তাদের ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দেওয়া হবে কি না এমনটি তো আর ভাবা হয়নি।’
মঙ্গলবার (৭ মে) নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel