ছোট পর্দার জনপ্রিয় জুটি কেয়া পায়েল ও খায়রুল বাসারের অনস্ক্রিন রসায়ন নতুন নয়, তবে এবার বাস্তব জীবন ঘিরে শুরু হয়েছে জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়েলের একটি ছবি ও রহস্যময় ক্যাপশন ভক্তদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

স্যোশাল মিডিয়ায় খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। যেখানে দুজনকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে। তবে নেটিজেনদের নজর কেড়েছে ছবির ক্যাপশন। সেখানে পায়েল লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’
প্রিয় অভিনেত্রীর এমন ক্যাপশন দেখে ভক্তদের মনে প্রশ্ন- এটি কি কেবলই কোনো নাটকের সংলাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বিশেষ বার্তা?
বর্তমানে এই তারকা জুটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
আরও পড়ুনঃ
প্রসঙ্গত, পারিবারিক আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর ছায়া অবলম্বনে তৈরি করা হয়েছে। নাটকটির গল্প এবং এই দুই তারকার অনস্ক্রিন পারফরম্যান্স এরই মধ্যে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


