জুমবাংলা ডেস্ক : দুদিনের ব্যবধানে দিনাজপুরে হিলিতে আবারও কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে। দুদিন পূর্বে প্রতিকেজি কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২০ টাকা হয়েছে।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা মিনহাজুল ইসলাম বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী তখন স্বস্তি ফিরেছে কাঁচা মরিচের দামে।
‘বর্তমানে প্রতি কেজি ২০ টাকা করে বিক্রি হচ্ছে যা দুদিন আগেও কিনতে হয়েছিল ৪০ টাকা কেজি দরে। দাম কমায় টাকা যেমন কম লাগছে তেমনি চাহিদা অনুযায়ী কাঁচামরিচ কিনতে পারছি।’
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হওয়ায় বাজারে দেশীয় কাঁচামরিচের চাহিদা বাড়ায় দাম বাড়তির দিকে ছিল। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় নওগাঁ ও বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। যার কারণে মোকামগুলোতে কাঁচামরিচের সরবরাহ পূর্বের তুলনায় বেড়েছে যার কারণে দাম কমতির দিকে রয়েছে।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, কাঁচামরিচ আমদানিতে কেজি প্রতি শুল্ক রয়েছে ২৮ টাকা তাতে করে এমন অবস্থায় ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে লোকসান গুনতে হবে। যার কারণে পড়তা না থাকায় ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রেখেছি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পূর্বে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হলেও গত ২৫শে আগস্ট বৃহস্পতিবার থেকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।