আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে হাই প্রোফাইল টেক বিলিয়নিয়ার হচ্ছেন ইলন মাস্ক এবং মার্ক জাকারবার্গ। তারা দুজন খাঁচার মধ্যে একে অপরের সঙ্গে কুস্তি লড়তে রাজী হয়েছেন। মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা বার্তায় লিখেছেন, তিনি জাকারবার্গের সঙ্গে ‘খাঁচায় লড়াইয়ের জন্য প্রস্তুত।’
ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান এর প্রতিক্রিয়ায় মাস্কের টুইটের স্ক্রিনশট পোস্ট করে তার নিচে লিখেছেন, ‘আমাকে জায়গার নাম পাঠান।’
মাস্ক এরপর জাকারবার্গের পোস্টের উত্তরে লেখেন, ‘ভেগাস অক্টাগন।’
লাস ভেগাসের অক্টাগনে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) খেলা হয়। এই প্রতিযোগিতায় কুস্তিগীররা খাঁচার মধ্যে লড়াই করেন।
৫৩ বছরে পা দেওয়া মাস্ক আরেকটি টুইটে লিখেছেন, ‘আমার দুর্দান্ত পারফরমেন্স রয়েছে যাকে আমি দ্য ওয়ালরাস বলি, আমি কেবল আমার প্রতিপক্ষের উপরে শুয়ে থাকি এবং কিছুই করি না।’
পরে মাস্ক তার ‘ওয়ালরাসের’ একটি ছোট ভিডিও পোস্ট করেন। তা দেখে বোঝা যাচ্ছে, জাকারবার্গকে দেওয়া চ্যালেঞ্জ ঠাট্টাচ্ছলেই দিয়েছিলেন টুইটার প্রধান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।