আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রপ্তানি পণ্যের অন্যতম হলো খেজুর। দেশটিতে এখন পর্যন্ত ৩শো’রও বেশি খেজুর পাওয়া গেছে। যার মধ্যে বেশিরভাগ জাতের খেজুরই বাণিজ্যিকভাবে রপ্তানি করা হয়ে থাকে। করোনাকালীন সময়েও যার চাহিদা ছিলো বিশ্বব্যাপী।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের বরাতে আল আরাবিয়া জানিয়েছে, শুধুমাত্র ২০২১ সালেই বিশ্বের সবচেয়ে বেশি টাকার খেজুর রপ্তানি করেছে সৌদি। মরুময় এ দেশে বর্তমানে ৩শ’রও বেশি জাতের খেজুর উৎপাদন করা হয়ে থাকে। সারাবিশ্বেই রয়েছে যার বিশাল এক বাজার।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওয়েবসাইট (ট্রেডম্যাব) এ ঘোষণা অনুযায়ী, বিশ্বের ১১৩টি দেশের মধ্যে সবচেয়ে বেশি খেজুর উৎপাদন করে সৌদি আরব। গেলো বছর দেশটি বিশ্বব্যাপী ১.২১৫ বিলিয়ন রিয়াল মূল্যের খেজুর রপ্তানি করেছে।
যা খেজুরকে গুরুত্বপূর্ণ খাতে পরিণত করতে মুখ্য ভূমিকা পালন করছে। বিশাল পরিমাণে খেজুর রপ্তানি দেশটির ‘ভিশন-২০৩০’-এর লক্ষ্য অর্জনের জন্য জাতীয় বিনিয়োগ এবং বিশ্বে রপ্তানি বাড়াতে সহায়তা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।