জুমবাংলা ডেস্ক : বঙ্গভবনের দরবার হলে ভোজন গ্রহণ করবেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। বৈচিত্র্যময় খাবার দিয়ে আপ্যায়ন করা হবে তাদের। বাহারি সব খাবারের মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে মাংস ও সবজিজাতীয় খাবারের। খাবার শেষে মিষ্টিমুখও করানো হবে মজাদার পিঠা আর বাকলাভা দিয়ে। এছাড়া থাকছে ঝুড়িভর্তি রঙিন ফল। সবশেষে শীতে উষ্ণতা বাড়াবে চা আর কফির ধোঁয়া।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। সেখানে সহস্রাধিক অতিথি নিয়ে এ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, এবার মাংস ও সবজিজাতীয় খাবার প্রাধান্য দেওয়া হলেও মাটন শিক কাবাব, চিকেন শাশলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার দেওয়া হবে। এর পাশাপাশি থাকছে মাশরুম ও পনির সমুচা। আপেল, কমলা, আঙুরসহ নানা ধরনের ফলের ব্যবস্থাও করা হয়েছে।
খাবার শেষে মিষ্টি ও পিঠা পরিবেশন করা হবে জানিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, পাটিসাপটা পিঠার পাশাপাশি থাকবে মিষ্টি-বাকলাভা। সবশেষে চা আর কফি থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।