বিনোদন ডেস্ক : সি বোটে দাঁড়িয়ে কিয়ারা আদভানি ও তার বর সিদ্ধার্থ মালহোত্রা। কিয়ারার পরনে কালো রঙের সুইমস্যুট (ওয়ান পার্ট)। অন্যদিকে সিদ্ধার্থ পরেছেন লাল রঙের শর্টস। নীল জলের ঢেউ গিয়ে আঁচড়ে পড়ছে পাহাড়ের কূলে। এই জলে একসঙ্গে লাফিয়ে পড়েন এই তারকা দম্পতি।
কিয়ারা আদভানি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তাতে এমন দৃশ্য দেখা যায়। মূলত, গত ৩১ জুলাই ছিল কিয়ারার জন্মদিন। বিশেষ দিনটি উদযাপন করতে বিদেশে পাড়ি জমিয়েছেন তারা। সেখান থেকে আনন্দঘন মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কিয়ারা। তবে এসবের মাঝে কিয়ারার পরনের সুইমস্যুটটি নেটিজেনদের নজর কেড়েছে।
বলিউড শাদি ডটকম জানিয়েছে, কিয়ারা আদভানির পরনের সুইমস্যুটটি তৈরি করেছে মার্কিন বিলাসবহুল ফ্যাশন হাউজ নোরমা কামালি। এক টুকরা এই কাপড়ের (ওয়ান পিস সুইমস্যুট) মূল্য ৬৪ হাজার ৩৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮৪ হাজার ৬০০ টাকা।
জন্ম থেকেই যুবতীর ২টি যো.নি.পথ, ফাঁস করলেন সুবিধা ও অসুবিধার কথা
কিয়ারা আদভানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কার্তিক আরিয়ান। সমীর বিদ্যানস পরিচালিত এ সিনেমা গত ২৯ জুন মুক্তি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।