আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির কাছ থেকে বৃহস্পতিবার নতুন আইআরআইএস-টি বিমানবিধ্বংসী ব্যবস্থা পাওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। দেশটি রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান অ্যান্ড্রি ইয়ারমাক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছেন, ‘আইআরআইএস-টির জন্য আমাদের অংশীদারদের অনেক ধন্যবাদ। আমাদের আকাশ আরো সুরক্ষিত হবে।’
অন্যদিকে জার্মানিও বৃহস্পতিবার নিশ্চিত করেছে, তারা ইউক্রেনকে দুটি আইআরআইএস-টি বিমানবিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করেছে। দেশটি বারবার তাদের পশ্চিমা মিত্রদের সামরিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়েছে।
মস্কোর আক্রমণের প্রাথমিক পর্যায়ে রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অ্যাটাক ড্রোনের ঢেউয়ের ধাক্কা খেয়ে ইউক্রেন পশ্চিমা সহায়তায় তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। রাজধানী কিয়েভে এখন কম সফল হামলা হচ্ছে।
কিন্তু মস্কো দেশটির দক্ষিণ ও পশ্চিমের শহরগুলোতে ক্রমবর্ধমান বিমান হামলা চালাচ্ছে।
মঙ্গলবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিমে ইউক্রেনের শহর লুৎস্কে তিনজন নিহত হয়েছে। অন্যদিকে লভিভ শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে।
সূত্র : এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।