জুমবাংলা ডেস্ক : ভোলার মনপুরায় মেঘনা নদীতে ধরা পড়েছে ৩ কেজি ওজনের রাজা ইলিশ। শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে মনপুরার পশ্চিমপাশে মেঘনায় আলমগীর মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। মাছটি বিক্রি হয়েছে ১৩ হাজার ৩শ’ টাকায়।
বিশাল আকৃতির ইলিশটি বিক্রির জন্য রামনেওয়াজ মাছ ঘাটে আনার পর এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।
আলমগীর মাঝি জানান, শুক্রবার দুপুরে জাল টানার পর অন্য ইলিশের সঙ্গে ৩ কেজি ওজনের ইলিশটিও ধরা পড়ে। ইলিশটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে আনার পর আড়তে ডাকের মাধ্যমে ১৩ হাজার ৩শ’ টাকা দাম ওঠে। উপজেলা সিপিপির টিম লিডার এরফান উল্লা চৌধুরী অনি মাছটি কিনে নেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকমর্তা ভিক্টর বাইন জানান, এমনিতে মেঘনায় ইলিশের আকাল। বৃষ্টি পড়তে শুরু করলে এ রকম আরও রাজা ইলিশসহ বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।