জুমবাংলা ডেস্ক : গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। কৃত্রিম খুলি নিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তৌহিদুল ইসলাম বলেন, ‘বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আহত নায়েক আব্দুর রাজ্জাক নয়াদিল্লি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।
ভারতের নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বর্তমানে তাঁর মাথায় কৃত্রিম খুলি রয়েছে।’
তিনি আরো বলেন, ‘নায়েক রাজ্জাকের সঙ্গে চিকিৎসকেরাও রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বিমানে আসার সময় দুইবার বমি করেছেন রাজ্জাক।
দুই মাস পর হঠাৎ বাইরে বের হওয়ার কারণে এমনটা হতে পারে বলে ধারণা চিকিৎসকদের। রাজ্জাকের সঙ্গে আমরা কথা বলেছি। সে আমাদের কথায় রেসপন্স করেছে। বিমানবন্দর থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তাঁর চিকিৎসা সেখানেই চলবে।’
এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় নাইটিঙ্গেল মোড়ের কাছে মাথায় আঘাত পান রাজ্জাক। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ নভেম্বর দিল্লির অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।
৫৫ বছর বয়সী পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।