বিনোদন ডেস্ক : অনেক বিতর্কের মধ্য দিয়ে অপু বিশ্বাস ও শাকিব খানের বিয়ের বিষয়টি প্রকাশ পায়। অপুর সন্তান হয়েছে কলকাতার একটি হাসপাতালে। বুবলীর সন্তানটি জন্ম নিয়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, আপাতত বুবলী এবং শাকিব খানের সন্তানের খবর প্রকাশ হওয়া নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি।
ভবিষ্যতে কি ঘটতে পারে তা শাকিব খানই ভালো বলতে পারবেন। কারণ কেউ একজন সন্তানকে অস্বীকার করলেও মা কখনও সন্তানকে অস্বীকার করতে পারেন না। শুরুতে শাকিব খান পুত্র আব্রাহাম খান জয়কে অস্বীকার করেছিলেন। পরে স্বীকৃতি দিয়ে গ্রহণ করে নিয়েছেন। বুবলী পুত্র শেহজাদ খান বীরের ক্ষেত্রে সেটা ঘটেনি।
২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের একটি বাড়িতে কঠোর গোপনীয়তায় নায়িকা অপুকে বিয়ে করেন শাকিব। প্রায় ১০ বছর পর ছেলে আব্রাম জয়কে কোলে নিয়ে টেলিভিশন লাইভে হাজির হন অপু। সেদিন রীতিমতো হাটে হাড়ি ভাঙেন অপু। কাঁদতে কাঁদতে বলেছিলেন, শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তান জন্মের কথা।
২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি শাকিব-অপুর বিচ্ছেদের পর মাঝখানে কেটে যায় চার বছর। চার বছর পর সন্তান ইস্যু নিয়ে অপুর পর এবার নতুন আলোচনায় আছেন চিত্রনায়িকা বুবলী। তবে অপু বিশ্বাস টেলিভিশন লাইভে এসে তাদের সন্তান ও বিয়ের তথ্যফাঁস করলেও, বুবলী হাজির হয়েছেন ফেসবুকে। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে শাকিবসহ সন্তানের বেশ কিছু ছবি পোস্ট করেন চিত্রনায়িকা বুবলী।
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। গণমাধ্যমকে বুবলী বলেন, শেহজাদ খান বীর— আমার এবং শাকিব খান এর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
শাকিব ও বুবলী দুজনই ৩০ সেপ্টেম্বর নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোন তথ্য দেননি তারা। তবে একই স্ট্যাটাস প্রথমে বুবলী পরে শাকিব খান দেন। ফেসবুক পোস্টেই ধরে নেওয়া হচ্ছে শাকিব স্বীকার করেন বুবলীর সন্তান তারই। তার এ ছেলের নাম শেহজাদ খান বীর।
এদিকে, শাকিব-বুবলীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে বুবলী মা হয়েছেন। তবে তারা কবে-কখন বিয়ে করেছেন এই তথ্য জানে না সূত্রটি।
ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা যায়, ২০১৯ সালে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে শাকিব-বুবলী ঘরোয়াভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে কিছুদিন তাদের সম্পর্ক ভালো চললেও দীর্ঘদিন ধরে তারা আলাদা থাকছিলেন। তাদের মধ্যে যোগাযোগও কম ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।