কোহলির আরেকটি রেকর্ড কেড়ে নিল বাবর

কোহলি ও বাবর

স্পোর্টস ডেস্ক : শুরুতে বিরাট কোহলির সাথে বাবার আজমের তুলনার বিষয়টি অনেকেরই অপছন্দ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তান অধিনায়ক কোহলির সাথে তুলনার বিষয়টি আরও জোরালো করেছেন। একের পর এক কোহলির রেকর্ড নিজের করে নিচ্ছেন এই ওপেনার।

কোহলি ও বাবর

বুধবার রাতে ম্যাচে অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে দ্রুততম হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। এর আগে রেকর্ডটি ছিল কোহলির দখলে। চার অংকের ঘরে পৌঁছতে ভারতের সাবেক অধিনায়কের লেগেছিল ১৭ ইনিংস।

গতরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে কোহলিকে পেছনে ফেলে রেকর্ডটা নিজের করে নেন বাবর। এক্ষেত্রে পাকিস্তান অধিনায়কের লেগেছে ১৩ ইনিংস। অর্থাৎ কোহলির চেয়ে চার ইনিংস কম।

অধিনায়ক হিসেবে এক হাজার রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি ভিলিয়ার্স (২০ ম্যাচ) এবং নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (২২ ম্যাচ)।

প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, থানায় হাজির দুই স্বামী

বাবর এখন একমাত্র ব্যাটার, যিনি দুবার টানা তিনটি ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন। গতকালের সেঞ্চুরির সুবাদে বাবর ফের টানা তিন শতকের (১০৩) দেখা পান। এর আগে ২০১৬ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি। উল্লেখ্য, সীমিত ওভারের দুই সংস্করণে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের নেতৃত্ব দিচ্ছেন পাক অধিনায়ক।