স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে ইয়ো ইয়ো টেস্টের ফলাফল জানিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটারদের জন্য ওই টেস্টে ন্যূনতম স্কোর ১৬.৫ ঠিক করা হলেও কোহলি পেয়েছিলেন ১৭.২। তবে কোহলি নন, ইয়ো ইয়ো টেস্টে ভারতের পক্ষে সবচেয়ে বেশি স্কোর তরুণ ক্রিকেটার শুভমান গিলের।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গিলের ইয়ো ইয়ো স্কোর ১৮.৭। এশিয়া কাপে ডাক পাওয়া ভারতের ১৭ জনের মধ্যে জাসপ্রিত বুমরাহ, প্রসিদ কৃষ্ণা, তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (রিজার্ভ) এবং লোকেশ রাহুল এখনো এই পরীক্ষা দেননি। তবে বেশিরভাগ খেলোয়াড়ের স্কোরই ১৬.৫ থেকে ১৮ এর মধ্যে ছিল।
ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে ক্রিকেটাররা কতটুকু ফিট তার একটি মৌলিক ধারণা পাওয়া যায়। যদিও এই টেস্টের মাধ্যমেই ক্রিকেটারদের সার্বিক ফিটনেস সম্পর্কে কোনো রায় দেওয়া যায় না।
গিলের ইয়ো ইয়ো স্কোর জানা গেলেও নিজের স্কোর জানানোয় কোহলিকে সতর্ক করেছিল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় বোর্ডের একজন কর্মকর্তা দেশটির এক গণমাধ্যমকে বলেছিলেন, ‘গোপনীয় কোনো কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে ক্রিকেটারদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ট্রেনিংয়ের ছবি তারা অবশ্যই দিতে পারে। তবে এই ধরনের স্কোর প্রকাশ করা তাদের আচরণবিধির লঙ্ঘন।’
কর্নাটকের আলুরে এশিয়া কাপকে সামনে রেখে চলছে ভারতীয় দলের ৬ দিনের কন্ডিশনিং ক্যাম্প। গত বৃহস্পতিবার প্রথমদিন ইয়ো ইয়ো পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়ে কোহলি জানান, তার স্কোর ছিল ১৭.২।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।