স্পোর্টস ডেস্ক : আইসিসির ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। শুভমান গিল, মোহাম্মদ শামি ও ড্যারিল মিচেলকে টপকে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতলেন তিনি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি।
এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে সর্বোচ্চ চারবার ওয়ানডের বর্ষসেরা হওয়ার রেকর্ড গড়লেন ভারতীয় এই ব্যাটার। এর আগে ২০১২, ২০১৭ ও ২০১৮ সালে বর্ষসেরা হন তিনি।
২০২৩ সালে ২৭ ওয়ানডেতে ১৩৭৭ রান কোহলির, যার মধ্যে বিশ্বকাপেই তোলেন ৭৬৫ রান। এটি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড।
এ ছাড়া বিশ্বকাপেই ৫০তম শতকের মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি, ভেঙে দেন শচীন টেন্ডুলকারের দুই যুগ স্থায়ী ৪৯ শতকের রেকর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।