স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে’তে লড়ছে ভারত-পাকিস্তান। যেখানে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
সোমবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। এরমধ্য দিয়ে ওডিআই ক্রিকেটে নিজের ১৩ হাজার রান পূর্ণ করেন তিনি।
এখন পর্যন্ত ২৭৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৯৩.৬০ স্ট্রাইক রেট ও ৫৭.০৮ গড়ে ১২ হাজার ৯০২ রান করেন তিনি। এরমধ্যে ৬৫টি হাফ সেঞ্চুরি ও ৪৬টি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে।
এদিকে ১৩ হাজারের ক্লাবে প্রবেশ করতে ২৭৮ ওয়ানডে ম্যাচ খেলা কোহলি। আরেক ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ১৩ হাজার রান করেছেন ৩২১ ইনিংসে।
এছাড়া অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩৪২ ইনিংস), শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (৩৬৩ ইনিংস) ও সনাৎ জয়সুরিয়াও (৪১৬ ইনিংস) ওয়ানডেতে ১৩ হাজারি ক্লাবের দেখা পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।