ফর্মে ফিরতে কোহলিকে অদ্ভুত পরামর্শ দিলেন ওয়ার্নার!

ফর্মে ফিরতে কোহলিকে অদ্ভুত পরামর্শ দিলেন ওয়ার্নার!

তিন সন্তানের জনক ডেভিড ওয়ার্নার বনাম এক সন্তানের জনক বিরাট কোহলি। গত বছরের মে মাসে প্রথম সন্তানের মুখ দেখেছেন কোহলি-আনুশকা দম্পতি।

বছর না ঘুরতেই আবারও তাকে গোটা দুয়েক বাচ্চা নেওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। দীর্ঘ আড়াই বছর ধরে ফর্মহীনতায় ভোগা কোহলিকে ফর্মে ফেরানোর উপায় বলতে গিয়ে ওয়ার্নার একথা বলেন।

চলতি আইপিএলে ১১ ম্যাচে মাত্র ২১৬ রান করেছেন কোহলি। যাতে একটা মাত্র ফিফটি আছে, কিন্তু সেটাও ধীরগতির বলে সমালোচিত হয়েছে।

ফর্মে ফিরতে কোহলিকে অদ্ভুত পরামর্শ দিলেন ওয়ার্নার!এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাতকারে ওয়ার্নারকে প্রশ্ন করা হয়েছিল কোহলির কামব্যাক করানো নিয়ে। জবাবে হাসতে হাসতে ওয়ার্নার বলেন, ‘কোহলির উচিত আরও দুটি বাচ্চা নিয়ে ভালোবাসাকে উপভোগ করা। ‘

মজা করার পর অবশ্য কোহলির পাশেই দাঁড়িয়েছেন ওয়ার্নার। তিনি আরও বলেছেন, ‘ আমি এই প্রশ্নের উত্তর কী দেব জানি না। কারণ, ফর্ম সত্যিই সাময়িক। কিন্তু ক্লাস চিরস্থায়ী।

বিশ্বের সমস্ত খেলোয়াড়দের ক্ষেত্রেই এমনটা হয়েছে। আপনি যত বড় খেলোয়াড়ই হন না কেন, উত্থান-পতনের মধ্য দিয়ে যেতেই হবে। মাঝে মধ্যে খারাপ সময় কাটতেই চায় না। আমি শুধু কোহলিক বলব, বেসিক ব্যাপারগুলোতে জোর দাও। ‘

– সূত্র : এনডিটিভি

বিশ্বরেকর্ড টি-টোয়েন্টিতে, ইউনিভার্স বসকে পেছনে ফেললেন যিনি