কোহলির ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ স্ত্রী আনুশকা শর্মা

কোহলি-আনুশকা

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় ১১০ বলে ১৬৬ রানের টর্নেডো ইনিংস খেলেন বিরাট কোহলি। তার ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ হয়েছেন স্ত্রী আনুশকা শর্মা।

কোহলি-আনুশকা

শনিবারের ঐ ম্যাচে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ডে কোহলির সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৯০ রানের পাহাড় গড়ে ভারত। আর টার্গেট তাড়ায় মাত্র ৭৩ রানে অলআউট হয় শ্রীলংকা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শনিবার ৩১৭ রানে জয়ের বিশ্ব রেকর্ড গড়ে ভারত।

এদিন কোহলির খেলা দেখে সামাজিক যোগাযোগের মাধ্যম সোশ্যাল মিডিয়ায় মন ছুঁয়ে যাওয়ার মতো পোস্ট করেন কোহলির স্ত্রী আনুশকা।

২০১৭ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন আনুশকা। গত বছরের ১১ জানুয়ারি তাদের কোল আলো করে আসে মেয়ে ভামিকা।

শচীন-কোহলি লড়াইয়ে কার পক্ষে সুনীল গাওস্কর?