ইনস্টাগ্রামে পোস্ট প্রতি কোহলির আয় ১২ কোটি!

স্পোর্টস ডেস্ক : ভারতীয়দের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করেছেন দেশটির শীর্ষ ক্রিকেট তারকা বিরাট কোহলি। বর্তমানে প্ল্যাটফর্মটিতে তার প্রায় ২৫৬ মিলিয়ন অনুসারি রয়েছে। তার কারণে তিনিই এই মাধ্যম থেকে তিনি কাড়ি কাড়ি অর্থ আয় করছেন।

ভারতীয় ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তনের কারণে দেশটির মারকুটে ব্যাটার বিরাট কোহলি চলতি বছরে তেমন একটা ক্রিকেট না খেলেও, তিনি এখনও ফটো ও ভিডিও ব্লগিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শীর্ষ উপার্জনকারী ভারতীয় হিসেবে রয়েছেন।

এক প্রতিবেদন বলছে, কোহলি চলতি বছরে প্রকাশিত প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য প্রায় ১২ কোটি টাকা আয় করেছেন। খেলোয়াড়দের মধ্যে আয়ের দিক থেকে তালিকায় শীর্ষে আছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, তার পরেই আছেন মেগাস্টার লিওনেল মেসি।

হোপার এইচকিউ নামের একটি সাময়িকী জানাচ্ছেন, রোনালদো প্রতিটি পোস্টের জন্য প্রায় ২৭ কোটি টাকা আয় করেন। অন্যদিকে মেসি পোস্ট প্রতি প্রায় ২২ কোটি টাকা পকেটে পুরছেন।

কোহলি একমাত্র ভারতীয়, যিনি বিশ্বব্যাপী শীর্ষ-২০ তালিকায় জায়গা করে নিয়েছেন। তালিকায় ভারতীয়দের মধ্যে বলিউড ও হলিউড অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া ২৯ তম নম্বরে রয়েছেন। তিনি পোস্ট প্রতি প্রায় সাড়ে চার কোটি টাকা আয় করছেন।

শীর্ষ-২০ উপর্জনকারীর প্রথম দুই স্থানে ফুটবল তারকা রোনালদো ও মেসি থাকলেও, তৃতীয় স্থান দখলে নিয়েছেন জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ। পোস্ট প্রতি তার আয় ২৫ লাখ ডলারের বেশি। আর চতুর্থ স্থানে রয়েছেন আমেরিকার বিনোদন তারকা কাইলি জেনার।