স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া আহমেদাবাদ টেস্টে আম্পায়ার নীতিন মেননকে খোঁচা দিলেন ভারতীয় সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) ‘আম্পায়ার্স কল’র সুবাদে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্র্যাভিস হেড বেঁচে যাওয়ার পর বিরাট কোহলি বলেন, যদি আমি হতাম তাহলে নিশ্চিত আউট দেওয়া হতো।
আম্পায়ার নীতিন মেননকে উদ্দেশ করে কোহলির বলা সেই কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্টে দিল্লিতে বিরাট কোহলিকে বিতর্কিতভাবে আউট দিয়েছিলেন আম্পায়ার নীতিন মেনন। সেই সিদ্ধান্তে রীতিমতো চটেছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। সেই সময় কিছু না বললেও আহমেদাবাদ টেস্টে আম্পায়ারকে খোঁচা দিতে ছাড়লেন না কোহলি।
আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩৪.৪ ওভারে লেগ স্টাম্পে বল করেন রবিচন্দ্রন অশ্বিন। বলটি অনসাইডে খেলার চেষ্টা করেন ট্রাভিস হেড। কিন্তু বলটি তার ব্যাটকে ফাঁকি দিয়ে প্যাডে আঘাত হানে। জোরালো আবেদন করেন অশ্বিন। আউট দেননি আম্পায়ার নীতিন। রিভিউ নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রিভিউয়ে দেখা যায় বলটি লেগ স্টাম্পের অর্ধেকের বেশি অংশ বাইরে ছিল। যে কারণে অনফিল্ড আম্পায়ার নট-আউট দেন।
সেই রিভিউ দেখার পরই আম্পায়ার নীতিন মেননের উদ্দেশ্যে হিন্দিতে কিছু বলতে থাকেন বিরাট কোহলি; যা স্টাম্প মাইকে ধরা পড়ে। কোহলি বলেন, যদি আমি হতাম তাহলে নিশ্চিতভাবে আউট দেওয়া হতো। কোহলির সেই কথায় হাসতে থাকেন আম্পায়ার মেনন।
আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে উসমান খাজা (১৮০) ও ক্যামেরন গ্রিনের (১১৪) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৮০ রান করে অস্ট্রেলিয়া।
জবাবে বিরাট কোহলি (১৮৬) ও শুভমান গিলের (১২৮) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫৭১ রান করে ভারত।
৯১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড (৯০) ও মার্নাস লাবুশেনের (৬৩*) জোড়া ফিফটিতে ভর করে পঞ্চম দিনে ২ উইকেটে ১৭৫ রান করে ম্যাচ ড্র করে অস্ট্রেলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।