স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার কে, বিরাট কোহলি না বাবর আজম, তা নিয়ে প্রবল চর্চা হয়। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা অবশ্য বিরাটকেই এগিয়ে রাখেন। বলেন, বিরাটের উচ্চতায় পৌঁছতে হলে আরও অনেক ক্রিকেট খেলতে হবে বাবরকে।
তবে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি রেকর্ডের দিক থেকে বিরাটকে পিছনে ফেলে দিলেন বাবর। কী সেই রেকর্ড? টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রানের মাইলফলক। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছেন বাবর। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করে ফেলেছেন। ২১৮ ইনিংসে।
যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। প্রথম স্থানে ক্রিস গেল। যিনি ২১৩ ইনিংসে ৮০০০ রান পূর্ণ করেছিলেন। তাঁর চেয়ে মাত্র ৫ ইনিংস বেশি খেলেছেন বাবর। তবে বিরাটকে পিছনে ফেলেছেন। ২৪৩ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেছিলেন বিরাট। তালিকায় চার নম্বরে অ্যারন ফিঞ্চ। ২৫৪ ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেছেন অজি অধিনায়ক।
বিধ্বংসী অস্ট্রেলীয় ওপেনার রয়েছেন তালিকার পাঁচ নম্বরে। ২৫৬ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক ২৬৭ ইনিংসে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন। তালিকায় ছয় নম্বরে তিনি। সাত নম্বরে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স। শটের বৈচিত্রের জন্য যাঁকে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলে ডাকা হতো। ২৭৩ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন এ বি।
২৭৩ ইনিংসেই ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন মার্টিন গাপ্টিল। এ ব্যাপারে নিউজিল্যান্ডের তারকা রয়েছেন এ বি-র সঙ্গে একাসনে। ভারতের শিখর ধবন ২৭৭ ইনিংসে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন। তালিকায় দশ নম্বরে রয়েছেন সুরেশ রায়না। ২৮৪ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন রায়না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।