স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় বিরাট কোহলি। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারসহ বেশকিছু সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করে থাকেন তিনি। মাঠ এবং মাঠের বাইরের ব্যক্তিগত অনেক বিষয় শেয়ার করে থাকেন ভক্ত-সমর্থকদের জন্য। তবে এবার এ সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্ট কাল হয়ে দাঁড়ালো কোহলির জন্য।
এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠোর অবস্থানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মেগা দুই টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের নিয়ে বিশেষ ফিটনেস ক্যাম্প চালাচ্ছে বিসিসিআই। আয়ারল্যান্ডে সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটাররা বাদে এশিয়া কাপ স্কোয়াডের সবাই আছেন এ ক্যাম্পে।
বাংলাদেশের ক্রিকেটারদের মতোই ফিটনেস ক্যাম্পে ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানে সর্বোচ্চ স্কোর করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৩৪ বছর বয়সেও ফিটনেস টেস্টে সেরা হওয়ার সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন কোহলি। আর এখানেই বাধে বিপত্তি।
নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে অনুশীলনের একটি ছবি পোস্ট করেছেন কোহলি। সেখানে ক্যাপশনে তিনি নিজের ইয়ো ইয়ো টেস্টের নম্বরও প্রকাশ করেন। এতে বিসিসিআই বেশ চটেছে এ ক্রিকেটারের ওপর। দলের অভ্যন্তরীণ এমন তথ্য যাতে ভবিষ্যতে আর বাইরে না যায়, সেজন্য তাকে সতর্ক করা হয়েছে।
শুধু কোহলি নয়, গোটা ভারতীয় ক্রিকেট দলকেই এ ব্যাপারে সতর্ক করেছে বোর্ড। এমন ভুল যেন আর কোনো ক্রিকেটার না করেন, সে বিষয়ে সকলের কাছে কড়া বার্তা পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিষয়টি জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ক্রিকেটারদের এসব তথ্য (ফিটনেস টেস্ট স্কোর) প্রকাশ করতে বোর্ড নিষেধ করেছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘সামাজিকমাধ্যমে কোনো গোপনীয় ব্যাপারে পোস্ট করতে খেলোয়াড়দের নিষেধ করা হয়েছে। অনুশীলন করা অবস্থায় ছবি তারা পোস্ট করতে পারে। তবে স্কোর পোস্ট করা চুক্তি লঙ্ঘন করার সমান।’
ছবিতে থাকা ভুলটি ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
আগামী ৩০ আগস্ট ‘হাইব্রিড মডেলে’ শ্রীলঙ্কা-পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুলতানে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল। ‘এ’ গ্রুপে পাকিস্তান ও নেপালের সঙ্গে রয়েছে ভারত। ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরু হবে ভারতের এশিয়া কাপ মিশন। একই মাঠে ৪ সেপ্টেম্বর রোহিতদের প্রতিপক্ষ নেপাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।