স্পোর্টস ডেস্ক : স্বস্তির জয় পেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পাঁচ রানে জিতে এখনো টিকে রইল প্লে অফের দৌড়ে। বৃহস্পতিবার হেরে গেলে শেষ হয়ে যেত কলকাতার আইপিএল অভিযান। সেই জায়গায় হায়দরাবাদকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কেকেআর।
১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে কলকাতা। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে হায়দরাবাদ। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে দিল্লি ক্যাপিটালস। বাকি চারটে ম্যাচ এখনো কেকেআরের কাছে মরণবাঁচনের। একটা ম্যাচে হারলে সব শেষ।
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেকেআর। দুই ওপেনার জেসন রয় এবং গুরবাজ শুরুটা ভালো করতে পারেননি। গুরবাজ খাতা খুলতে পারেননি। ভেঙ্কটেশ আইয়ার চার বলে সাত রান করে আউট হন। ১৬ রানে ২ উইকেট হারিয়ে কেকেআর তখন ধুঁকছে। জেসন রয় মাত্র ২০ রানে আউট হন। তখন কেকেআরের রান ৩৫। চলে যায় তিন-তিনটি উইকেট।
এর পরই ইনিংস গোছানোর কাজ করেন নাইট অধিনায়ক নীতীশ রান ও রিঙ্কু সিং। দুজনে ৬১ রানের পার্টনারিশপ গড়েন। মার্করামের বলে নাইট অধিনায়ক আউট হন। নিজের বলে অনেকটা দৌড়ে মার্করাম দুর্দান্ত ক্যাচটি ধরেন। ৪ উইকেটে ৯৬ কেকেআর, এই পরিস্থিতিতে ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। তার কাছ থেকে এদিন ঝোড়ো ব্যাটিংয়ের প্রত্যাশা ছিল। শুরুতে রাসেল সেরকম ইঙ্গিতই দিয়েছিলেন। ঠিক যেসময়ে তাকে আরও বেশি করে দরকার ছিল নাইটদের, তখনই মারকান্দেকে মারতে গিয়ে নটরাজনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ক্যারিবিয়ান তারকা
সুনীল নারিনও দায়িত্বজ্ঞানহীনের মতো আউট হন। রিঙ্কু সিং লড়াই চালিয়ে যান। ৩৫ বলে ৪৬ রান করে ফেরেন রিঙ্কু। শেষের দিকে অনুকূল রায় ৭ বলে ১৩ রান করে অপরাজিত থেকে যান। ২০ ওভারে নাইটরা করে ৯ উইকেটে ১৭১।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ শুরুটা করেছে দেখেশুনে, সাবধানে। কিন্তু উইকেট পতন ঠেকাতে পারেনি তারা। পাওয়ারপ্লের ৬ ওভারেই হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে রানও তুলেছে ৫৩। পাওয়ারপ্লের পর এক রান তুলতেই আরও একটি উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দরাবাদ।
সেই চাপ থেকে অবশ্য তারা বেরিয়ে আসে পঞ্চম উইকেটে অধিনায়ক এইডেন মার্করাম এবং ও হেনরিখ ক্ল্যাসেনের জুটির ভালো ব্যাটিংয়ে। কিন্তু এ দুজন আউট হয়ে যাওয়ার পর শেষ দিকের নাটকীয়তা ডিঙিয়ে আর ম্যাচ জিততে পারেনি হায়দরাবাদ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬৬ রান তুলতে পারে হায়দরাবাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।