লাইফস্টাইল ডেস্ক : তীব্র গরমে স্বস্তি খুঁজতে সামর্থ্যবানদের পাশাপাশি এখন নিম্নমধ্যবিত্তরাও ঝুঁকছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) দিকে। দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসির শোরুমগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ফলে ব্যাপকভাবে বেড়েছে এসির বিক্রি। দেশের বাজারে কোন ব্র্যান্ডের এসি কত দামে বিক্রি হচ্ছে তা তুলে ধরা হয়েছে। তবে বাজার ও সময়ভেদে দাম কিছুটা কমবেশি হতে পারে।
ওয়ালটন
দেশি ব্র্যান্ড ওয়ালটন বর্তমানে স্প্লিট টাইপ রেসিডেনশিয়াল এসি, লাইট কমার্শিয়াল এসি এবং ভিআরএফ এসি উৎপাদন করছে। স্প্লিট টাইপ এসির মধ্যে ইনভার্না, এসিসি, কোটেক, এভিয়ান, ওশেনাস, ক্রিস্টালাইন, ডায়মন্ড ও রিভারাইন সিরিজের এক টন, দেড় টন ও দুই টনের ৪০টিরও বেশি মডেলের এসি বাজারে ছেড়েছে। মডেল ও সাইজভেদে ওয়ালটন এসির দামও ভিন্ন।
ওয়ালটনের এক টনের ইনভার্টার এসি ৫০ হাজার ৯৯০ থেকে ৬৬ হাজার ৯৯০ টাকায় এবং নন-ইনভার্টার এসি ৪৬ হাজার থেকে ৪৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ওয়ালটনের দেড় টনের ইনভার্টার এসি ৭০ হাজার থেকে ৭৯ হাজার ৯৯০ টাকায় এবং নন-ইনভার্টার এসি ৬৩ হাজার থেকে ৬৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ওয়ালটনের দুই টনের ইনভার্টার এসি ৮৭ হাজার থেকে ৯৩ হাজার ৯৯০ টাকায় এবং নন-ইনভার্টার এসি ৭৭ হাজার ৫০০ থেকে ৭৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। আড়াই টনের নন-ইনভার্টার এসি পাওয়া যাচ্ছে এক লাখ থেকে এক লাখ ১৫ হাজার টাকায়।
স্যামসাং
বর্তমানে স্যামসাংয়ের এক টন স্টেপ-আপ এসির দাম ৮০ হাজার ৯০০ টাকা। দেড় টন স্টেপ-আপ এসির দাম এক লাখ তিন হাজার ৯০০ টাকা, দুই টন স্টেপ-আপ এসি এক লাখ ১৫ হাজার ৯০০ টাকা, এক টন উইন্ড ফ্রি এসি ৮৪ হাজার ৯০০ টাকা, দেড় টন উইন্ড ফ্রি এসি এক লাখ সাত হাজার ৯০০ টাকা এবং দুই টন উইন্ড ফ্রি এসির দাম এক লাখ ২০ হাজার ৯০০ টাকা।
এলজি
এলজি ডুয়াল ইনভার্টার এক টন এসির দাম এক লাখ চার হাজার ৫০০ টাকা, দেড় টন এসি এক লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং দুই টন এসির দাম এক লাখ ৫৫ হাজার ৯০০ টাকা।
গ্রি
গ্রি ব্র্যান্ডের এক টন নন-ইনভার্টার এসির দাম ৫১ হাজার টাকা, দেড় টন নন-ইনভার্টার এসি ৬২ হাজার থেকে ৬৬ হাজার ৯৯০ টাকা ও দুই টন নন-ইনভার্টার এসির দাম ৭২ হাজার ৫০০ টাকা। ইনভার্টার এক টন এসির দাম ৫৮ হাজার ৪০০ থেকে ৬২ হাজার ৫০০ টাকা, দেড় টন ইনভার্টার এসি ৭৫ হাজার ৫০০ থেকে ৭৮ হাজার টাকা ও দুই টন ইনভার্টার এসি ৮৮ হাজার ৫০০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে।
ট্রান্সকম ডিজিটাল (ট্রান্সটেক-হিটাচি)
ট্রান্সকম ডিজিটালে ট্রান্সটেক, হিটাচি ব্র্যান্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের এসি পাওয়া যাচ্ছে। ট্রান্সটেক সুপার ইনভার্টার এসি এক টন ৫৯ হাজার ৪০০ টাকা, দেড় টন ৭৯ হাজার ৬০০ টাকা ও দুই টন ৮৩ হাজার ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। ট্রান্সটেক প্রাইম এসি দেড় টন ৬৭ হাজার ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। ট্রান্সটেক এলিগেন্ট সিরিজ ইনভার্টার এসি দেড় টনের দাম ৬৮ হাজার ৬০০ টাকা এবং ট্রান্সটেক স্মার্ট এয়ারকন্ডিশনার দুই টনের দাম ৭৫ হাজার ৭০০ টাকা।
হিটাচি ইনভার্টার এক টন এসি ৯৮ হাজার ৫০০ টাকা, দেড় টন এক লাখ ২০ হাজার ৫০০ টাকা এবং দুই টন এক লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
ভিশন
ভিশন ইনভার্টার এক টন এসি ৫২ হাজার ৪০০ টাকা, দেড় টন ইনভার্টার এসি ৭২ হাজার ৪০০ টাকা ও দুই টন ইনভার্টার এসি ৮২ হাজার ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। নন-ইনভার্টার এক টন এসি ৪৩ হাজার ১১০ টাকা, নন-ইনভার্টার দেড় টন এসির দাম ৫৬ হাজার ৬১০ টাকা।
মিনিস্টার
মিনিস্টার নন-ইনভার্টার এক টন এসি ৪৫ হাজার ৯৯০ টাকা, দেড় টন নন-ইনভার্টার এসি ৬৩ হাজার ৯৯০ টাকা, মিনিস্টার স্প্লিট দেড় টন ইনভার্টার এসি ৭৮ হাজার ৯৯০ টাকা ও মিনিস্টার স্প্লিট দুই টন এসি ৮৫ হাজার ৯৯০ থেকে ৯০ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
র্যাংগস
র্যাংগস ব্র্যান্ডের নন-ইনভার্টার এক টন এসি ৪১ হাজার ৯০০ টাকা, দেড় টন নন-ইনভার্টার ৫১ হাজার ৯০০ টাকা, দুই টন নন-ইনভার্টার এসি ৬৪ হাজার ৯০০ টাকা এবং ইনভার্টার এক টন এসি ৪৭ হাজার ৯০০ টাকা, দেড় টন ইনভার্টার এসি ৬১ হাজার ৯০০ টাকা এবং দুই টন ইনভার্টার এসি ৭১ হাজার ৯০০ টাকায় পাচ্ছেন ক্রেতারা।
জেনারেল
জেনারেল ব্র্যান্ডের নন-ইনভার্টার এক টন এসি ৭৪ হাজার টাকা, নন-ইনভার্টার দেড় টন এক লাখ ৯ হাজার ৯০০ টাকা, দুই টন নন-ইনভার্টার এসি এক লাখ ১৮ হাজার ৯০০ টাকা এবং জেনারেল ইনভার্টার দেড় টন এসি এক লাখ ১৭ হাজার ৯০০ টাকা ও দুই টন ইনভার্টার এক লাখ ২৫ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।
মিডিয়া
ডিয়া ব্র্যান্ডের নন-ইনভার্টার এক টন এসি ৪৪ হাজার টাকা, নন-ইনভার্টার দেড় টন এসি ৫৬ হাজার টাকা, দুই টনের নন-ইনভার্টার এসি ৬৫ হাজার টাকা এবং মিডিয়া ইনভার্টার এক টন এসি ৫৪ হাজার টাকা, ইনভার্টার দেড় টন ৬৬ হাজার টাকা ও ইনভার্টার দুই টন এসি ৭৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।