জুমবাংলা ডেস্ক : যে সকল ছাত্র-ছাত্রীরা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হল ইন্টারভিউয়ারদের মুখোমুখি হওয়া। কারণ এই রাউন্ডে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই বিভ্রান্ত হন। আসলে তাদের উপস্থিত বুদ্ধির যাচাই জন্য এমন কিছু প্রশ্ন করা হয়। ইন্টারভিউতে করা তেমনই কিছু প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে জানানো হলো।
১) প্রশ্নঃ ফলকে দ্রুত পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ ইথিলিন গ্যাস (Ethylene gas)।
২) প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ সিরিমাভো বন্দরনায়েকে (Sirimavo Bandaranaike), যিনি শ্রীলঙ্কা দেশের প্রধানমন্ত্রী ছিলেন।
৩) প্রশ্নঃ কোন দেশ সর্বপ্রথম প্লাস্টিকের নোট চালু করে?
উত্তরঃ অস্ট্রেলিয়ায় (Australia) প্লাস্টিকের নোট চলে।
৪) প্রশ্নঃ কোন দেশের ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে?
উত্তরঃ সুইডেনে (Sweden) আপনি বিনা লাইসেন্স ছাড়া ভিক্ষা করতে পারবেন না।
৫) প্রশ্নঃ জাপান ছাড়াও কোন দেশের পতাকা উল্টো এবং সোজা একই?
উত্তরঃ অস্ট্রিয়া (Austria) দেশের পতাকাও উল্টো এবং সোজা একই।
৬) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি?
উত্তরঃ ভারতরত্ন (Bharat Ratna)।
৭) প্রশ্নঃ বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর রয়েছে কোন শহরে?
উত্তরঃ ভারতের কোচিন (Cochin) শহরে।
৮) প্রশ্নঃ সর্বশেষ স্বাধীন হওয়া দেশটির নাম কী?
উত্তরঃ সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশ হল দক্ষিণ সুদান (২০১১ সাল)।
৯) প্রশ্নঃ আমাদের শৈশবের সকলের প্রিয় বই সহজ পাঠের লেখক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)।
১০) প্রশ্নঃ বলুন তো একবার রান্না করে সারা বছর খাওয়া যায় কোন জিনিস?
উত্তরঃ যেকোনো প্রকারের আচার বা টমেটো সস (Tomato sauce) একবার বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলে সারা বছর খাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।