জুমবাংলা ডেস্ক : প্রিয়জনের কাছ থেকে ‘আই লাভ ইউ’ বাক্যটি শুনতে কতই না ভালো লাগে। প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী যখন একে অপরকে গভীরভাবে অনুভব করেন, তখন মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়ে ‘আই লাভ ইউ’। তবে এবার আই লাভ ইউ বাক্যটি কোনো মানুষ বলল না, বলল কুকুর। শুনতে অবাক করার মতো হলেও এমনটাই ঘটেছে।
কুকুরের মুখে এই বাক্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১০ কোটিরও বেশি।
ভিডিওটিতে দেখা যায়, বিছানার ওপর বসে আছে একটি কুকুর। দেখতে বেশ আদুরে এ কুকুরটিকে ‘আই লাভ ইউ’ বলতে বলায় প্রথমবার বেরসিকের মতো শুধু ‘হাই’ তোলে সে। তবে দু-তিনবার ‘আই লাভ ইউ’ বলতে বলার পর সবাইকে চমকে দিয়ে কুকুরটি নিজের মতো করে বলে ওঠে ‘আই লাভ ইউ’। তারপর আর অনুরোধ করতে হয়নি।
নিশকে নামের কুকুরটিকে এরপর যতবারই ‘আই লাভ ইউ’ বলা হয়েছে, ততবারই সেও খুব দরদভরা কণ্ঠে জবাব দিয়েছে ‘আই লাভ ইউ’ বলে। শুধু তাই নয়, এতটা স্পষ্ট করে ‘আই লাভ ইউ’ বলেছে নিশকে যে, যে শুনবে তারই মন ছুঁয়ে যাবে।
ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল ২০০৮ সালে। তারপর থেকে ১৩ বছরে ১১ কোটিরও বেশিবার দেখা হয়েছে এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।