কর্মজীবী মায়ের সংগ্রামে মেহজাবীন, পেলেন মিলিয়ন ভিউ

বিনোদন ডেস্ক : কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভেসে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। তিনি ‘অনন্যা’ নামে একটি নাটকে কর্মজীবী মায়ের গল্পে অভিনয় করেছেন। তাতে মিলেছে ব্যাপক সাড়া।

মেহজাবীন

বিজয় দিবস ১৬ ডিসেম্বরে ‘অনন্যা’ মুক্তি পেয়েছে ‘সিনেমাওয়ালা’ ইউটিউবে। মুক্তির পর ইউটিউব থেকে আড়াই মিলিয়ন ভিউ হয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে শুরুর দিকেই জায়গা করে নিয়েছে নাটকটি। কমেন্ট বক্স ভরে গেছে অসংখ্য মন্তব্যে।

নাটকটির তিন মিনিটের একটি ক্লিপস মেহজাবীন তার ফেসবুকে পোস্ট করেছেন। খুব অল্পসময়ে হাজার হাজার শেয়ার হয়েছে ক্লিপসটি। ইতিবাচক সাড়া মিলেছে নাটকটির। অনেক নারীর জীবনের সঙ্গে মিলে গেছে নাটকটির গল্প।

একাধিক নারী নাটকটি দেখে নিজেদের ফেসবুকে তাদের মন্তব্য লিখে পোস্ট করেছেন। একজন অনুসারী আরমিনা আশা লিখেছেন, ‘প্রত্যেকটা মেয়ে তার নিজ নিজ জায়গা থেকে ‘অনন্যা’। প্রেগনেন্সির সময় থেকে বাচ্চা হওয়া বা বাচ্চা বড় করা প্রত্যেকটা দিন একটা মায়ের যে কেমন যায় তার শুধু একজন মাই জানে।’

তিনি আরও বললেন, ‘সত্যি মা হওয়া একটা জব, সেটা ৮ ঘন্টা না ২৪ ঘন্টা জন্য, যেখানে কোন বেতন নেই কোন ছুটি নেই কোন রেস্ট নাই। মেয়েদের সবকিছুতেই পারফেক্ট হতে হয়। পারফেক্ট মেয়ে হতে হবে পারফেক্ট বউ হতে হবে পারফেক্ট মা হতে হবে। পারফেক্ট ভাবে জব করতে হবে পারফেক্টভাবে সংসার করতে হবে সবকিছুতেই পারফেক্ট চাই। একটা মেয়ের ওপর অনেক চাপ। আর সব থেকে বেশি একটা মেয়েকে সেক্রিফাইস করতে হয় তা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে।’

নিশাত স্বপ্না নামে একজন লিখেছেন, ‘সব কিছুতে পারফেকশন চাওয়া উচিত না। নারীদেরও মানুষ ভাবা উচিত। যারা একজন সংসারী মেয়েকে আবেগ ও অনুভুতি শূন্য রোবট ভাবেন- তাদের এই নাটকটি দেখা উচিত। আশা করি অনেক কিছুই শিখবেন, বুঝবেন।’

নদীর ধারে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী যুবতী

জাহান সুলতানা ও জাকারিয়া নেওয়াজের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, ডলি জহুর, ইসরাত সালেহা, আজম খান, এবি রোকন, বেলায়েত হোসেন, তুষার মামুন প্রমুখ।