পাঁচ ম্যাচ হারের পর জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ৪৭তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারাল দলটি। এ নিয়ে টানা দুই ম্যাচ হারল রাজস্থান। ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনেই থাকল দলটি। সমান ম্যাচে মাত্র ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সাতে কলকাতা।
সোমবার (৩০ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। টসে জিতে শুরুতে সঞ্জুদের ব্যাটিং করতে পাঠান শ্রেয়স। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হত ১৫৩ রান। ৫ বল বাকি থাকতেই ১৫৮ রান তুলে নিয়ে ২ পয়েন্ট অর্জন করে কেকেআর।
টানা ৫ ম্যাচে হারের পর জয়ের মুখ দেখল নাইটরা। ওয়াংখেড়েতে ৭ উইকেটে জয়ী শ্রেয়সের দল। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে গত ১৮ এপ্রিল ৭ রানে জিতেছিল রাজস্থান। আজ সেই ম্যাচে হারের বদলা নিল কেকেআর। এবং জিইয়ে রাখল প্লে-অফের আশা। কলকাতার এ জয়ের মূল নায়ক বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার রিংকু সিং।
মেগা নিলামের সময় যাকে কেনায় রীতিমতো হাসির রোল পড়েছিল নেটিজেনদের মাঝে, সেই রিংকুই ভেঙেছেন কলকাতার পরাজয়ের বৃত্ত। রাজস্থানের করা ১৫২ রানের জবাবে চতুর্থ উইকেটে নিতিশ রানার সঙ্গে মাত্র ৬.২ ওভারে গড়েছেন ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি, নিজে খেলেছেন ২৩ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস।
এই ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রিংকু। মজার বিষয় হলো, ম্যাচের আগেই নিজের হাতে ৫০ লিখে রেখেছিলেন রিংকু। সঙ্গে দিয়েছিলেন একটি হৃদয়ের চিহ্ন। যার মানে হলো, এই ম্যাচে অন্তত ৫০ রান করতে চান তিনি। ম্যাচ শেষে নিতিশের সঙ্গে আলাপে এ কথা জানিয়েছেন রিংকু নিজেই।
কলকাতার অফিসিয়াল টুইটার প্রোফাইলে আপলোড করা ভিডিওতে নিতিশকে রিংকু বলেছেন, ‘আমার মনে হয়েছিল আমি রান পাবো এবং ম্যাচসেরা হব। আমি হাতের তালুতে ৫০ রান লিখে এনেছি।’ তখন রানা রিংকুকে প্রশ্ন করেন, ‘তুমি এটা কখন লিখেছ?’ রিংকুর উত্তর, ‘ম্যাচের আগে।’
রানার পাল্টা প্রশ্ন, ‘তুমি কীভাবে বুঝলে যে আজ রান পাবে?’ রানার এই প্রশ্নের উত্তরে রিংকু তার পাঁচ বছরের স্বপ্ন পূরণের কথা জানিয়ে বলেছেন, ‘ম্যাচসেরার পুরস্কার জয়ের এ বিষয় আমি অনেক দিন ধরেই লিখে আসছি। পাঁচ বছর পর এটা পেলাম। দেরিতে এসেছে, কিন্তু আমি পেয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।