বিনোদন ডেস্ক : বক্স অফিসে ২১ পার করে ফেলল রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুরের ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ছবিটি বক্স অফিসে এখনও পর্যন্ত ১৩২ কোটির ব্যবসা করে ফেলেছে। গত ৮ মার্চ মুক্তি পেয়েছিল রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি। মুক্তির পর থেকেই ছবিটিকে বক্স অফিসে নানান ওঠাপড়ার মধ্যে যেতে হয়েছে ছবিটিকে। তবে তারমধ্যেও বক্স অফিসে মন্দ ফল করছে না ছবিটি। বিশ্বব্যাপী ২০০ কোটির চৌকাঠ পার করে ফেলেছে এই ছবি।
একনজরে দেখে নেয়া যাক ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির বক্স অফিস কালেকশন…
দিন ১ [১ম বুধবার] ১৫.৭৩ কোটি রুপি
দিন ২ [১ম বৃহস্পতিবার] ১০.৩৪ কোটি রুপি
দিন ৩ [১ম শুক্রবার] ১০.৫২ কোটি 1.74%
দিন ৪ [১ম শনিবার] ১৬.৫৭ কোটি রুপি
দিন ৫[১ম রবিবার] ১৭.৮ কোটি রুপি
দিন ৬ [১ম সোমবার] ৬.০৫ কোটি রুপি
দিন ৭ [১ম মঙ্গলবার] ৬.০২ কোটি রুপি
দিন ৮ [২য় বুধবার] ৫.৫ কোটি রুপি
দিন ৯ [২য় বৃহস্পতিবার] ৪.৫ কোটি রুপি
সবমিলিয়ে প্রথম সপ্তাহে সংগ্রহ ৯২.৩১ কোটি রুপি
দিন 10 [২য় শুক্রবার] ৩.৬৪ কোটি রুপি
দিন ১১ [২য় শনিবার] ৬.৩ কোটি রুপি
দিন ১২ [২য় রবিবার] ৭.১৬ কোটি রুপি
১৩ তম দিন [২য় সোমবার] ২.৪ কোটি রুপি
দিন ১৪ [২য় মঙ্গলবার] ২.৭৫ কোটি রুপি
দিন ১৫ [৩য় বুধবার] ৩ কোটি রুপি
দিন ১৬ [৩য় বৃহস্পতিবার] ২.৫ কোটি রুপি
দ্বিতীয় সপ্তাহের সংগ্রহ ২৭.৩ কোটি রুপি
১৭তম দিন [৩য় শুক্রবার] ২.০৫ কোটি রুপি
১৮তম দিন [৩য় শনিবার] ৩.৫ কোটি রুপি
১৯তম দিন [৩য় রবিবার] ৪ কোটি রুপি
দিন ২০ [৩য় সোমবার] ১.৩ কোটি রুপি
দিন ২১ [৩য় মঙ্গলবার] ১.৩৫ কোটি রুপি
দিন ২২ [৪র্থ বুধবার] ১.৩৫ কোটি রুপি
সবমিলিয়ে ছবির মোট ১৩২.৮৯ কোটি রুপি
এদিকে বিশ্বব্যাপী এই ছবির মোট ব্যবসার পরিমান ২০১ কোটি রুপি। রণবীর-শ্রদ্ধা ছাড়াও লাভ রঞ্জন ফিল্মসের এই ছবিতে দেখা গিয়েছে ডিম্পল কপাডিয়া, বনি কাপুর, অনুভব সিং বাসিকে।
গল্পের নায়ক মিকি (রণবীর) হলেন দিল্লির ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে, বিদেশে গিয়ে বন্ধুর ব্যাচেলার পার্টিতে তিন্নির (শ্রদ্ধা) সঙ্গে আলাপ তাঁর। কর্পোরেট জগতে চাকরি করেন তিন্নি, তিনি ভীষণরকম স্বাধীনচেতা। চেনা পরিচিত বলিউডি ফর্মুলায় প্রেমে পড়বে মিকি-তিন্নি। কিন্তু সেই প্রেম কি পূর্ণতা পাবে? সেই গল্পই রয়েছে ছবিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।