আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে কয়েক ডজন ফ্লাইট বাতিল করল কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদসহ কয়েকটি সংগঠনের ব্যাপক সামরিক অভিযানের জের ধরে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিব অভিমুখী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর অভিমুখী ফ্লাইট বাতিল করা এয়ারলাইন্সের মধ্যে রয়েছে- আমেরিকান এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, লুফথানসা, এমিরেটস, রায়ান এয়ার এবং এজিয়ান এয়ারলাইন্স।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষগুলো কমার্শিয়াল ফ্লাইট অথবা লোহিত সাগর তীরবর্তী পর্যটন কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা বন্ধ করেনি।
লুফথানসা এয়ারলাইন্সের অংশ ব্রাসেলস এয়ারলাইনও তেলাবিবব অভিমুখী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া, এয়ার ফ্রান্স জানিয়েছে- পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত তারা বিমানের ফ্লাইট স্থগিত রেখেছে।
এদিকে স্প্যানিশ এয়ারলাইন্স আয়বেরিয়া ঘোষণা করেছে যে তার বাজেট সহায়ক সংস্থা আইবেরিয়া এক্সপ্রেস তার তেল আবিব ফ্লাইট বাতিল করছে।
ইতালির পতাকাবাহী সংস্থা আইটিএ এয়ারওয়েজ ‘যাত্রী এবং ক্রুদের নিরাপত্তার’ কারণ দেখিয়ে রবিবার সকাল পর্যন্ত তার ফ্লাইট বাতিল করেছে। সূত্র: পারসটুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।