কৃষকের ১২ শতক জমির কষ্টের ফসল নষ্ট করলো দুর্বৃত্তরা

কষ্টের ফসল

জুমবাংলা ডেস্ক : ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের তাহের আহাম্মদ (৬০) নামের এক কৃষকের ১২ শতক জমির ফসল দুর্বৃত্তরা নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

কষ্টের ফসল

এ ঘটনায় ফুলগাজী থানায় অভিযোগ করেছেন তাহের আহাম্মদ। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাহের আহাম্মদের ১২ শতক জমিতে লাগানো খিরাই গাছ কেটে ফেলেছে।

তাহের আহাম্মদ বলেন, শনিবার সকালে প্রতিদিনের মতো আবাদি জমিতে গিয়ে দেখি, সব ফসল উপড়ে পড়ে আছে। ধারদেনা করে খিরা চাষ করেছিলাম। কে বা কারা এই ক্ষতি করেছে জানা নেই। কারও সঙ্গে আমার পূর্ব শত্রুতাও নেই।

স্থানীয় ইউপি সদস্য মো. ছাইদুল হক বলেন, যারা এ কাজ করছে তাদের আইনানুগ শাস্তি হওয়া প্রয়োজন।

মেয়েরা বিয়ের জন্য যেমন ছেলেদের পারফেক্ট মনে করেন

মুন্সীরহাট ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।