লাইফস্টাইল ডেস্ক : জল তোলার জন্য অতীতে খনন করা হতো কুয়ো। আপনি নিশ্চয়ই কুয়ো দেখে থাকবেন এবং তা সর্বদা গোলাকৃতি হয়ে থাকে। কিন্তু কখনও ভেবেছেন কুয়োটি বর্গক্ষেত্র, ত্রিভুজ বা ষড়ভুজের আকারে হয় না কেন? আসলে কুয়োর গোলাকৃতির পেছনে রয়েছে বিজ্ঞান। এবার এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আমরা যখনই কোন তরল পদার্থ সংরক্ষণ করি তখন এটি সেই আকারে ধারণ করে এবং তার দেওয়ালে চাপ সৃষ্টি করে। যদি কুয়ো বর্গাকারের তৈরি করা হয় তবে এর ভিতরে জমা জল কুয়োর দেওয়ালের কোণে সর্বাধিক চাপ প্রয়োগ করবে। এই অবস্থায় কুয়োটি ক্ষতিগ্রস্ত হতে পারে বা ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকে। এই কারণে কুয়োটি গোল আকারে তৈরি করা হয় যাতে এর ভেতরের জলের চাপ কুয়োর দেওয়ালে সর্বত্র সমান থাকে।
আমাদের বাড়িতে বেশিরভাগ বাসন, বাটি, প্লেট বালতি সবই গোলাকার হয়ে থাকে। আমাদের চারপাশের সমস্ত জিনিসের পিছনে কিছু না কিছু বিজ্ঞান রয়েছে। আপনি যদি বর্গাকার কুয়ো দেখে থাকেন তাহলে সেগুলি খুব একটা শক্তিপোক্ত নয়। এই কারণেই বেশিরভাগ কুয়ো গোলাকৃতি হয়ে থাকে। এছাড়া কুয়ো গোলাকার হওয়ায় জল তোলাও সহজ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।