কুমিল্লায় শবে বরাতে মসজিদে ঢুকে নামাজ চলাকালীন প্রতিপক্ষকে হামলা, আহত ৪

হামলা

ধর্ম ডেস্ক : শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফতেহাবাদ দক্ষিণপাড়া বায়তুল আকসা জামে মসজিদে শবে বরাতের নামাজ চলাকালীন এ হামলা হয়।

হামলা

এতে মসজিদ কমিটির সেক্রেটারি মো. ইব্রাহিম ও কামরুলসহ অন্তত ৪ জন আহত হন। হামলার সময় মসজিদের দরজা-জানালার কাচ ভাঙচুর করা হয়।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. শাহিনুল ইসলাম জানান, বিকেলে নয়াকান্দি গ্রামের মাসুদ-জাহিদ গ্রুপের সঙ্গে ফতেহাবাদ গ্রামের কামরুল গ্রুপের সংঘর্ষ হয়। এর জের ধরে রাতে নয়াকান্দি গ্রামের কয়েকজন যুবক ফতেহাবাদ গ্রামের কয়েকজনকে ধাওয়া করে। পালিয়ে মসজিদে আশ্রয় নিলে তাদের ওপর সেখানে হামলা চালানো হয়।

৪ পদে ২০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘রাত ১০টার দিকে ১০ থেকে ১২ জন যুবক চিৎকার করতে করতে মসজিদে ঢোকে। তারা লোহার রড, হকিস্টিক ও পাইপ নিয়ে হামলা চালায়। মুসল্লিরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।’

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।